কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উত্ত্যক্ত করার প্রতিবাদে মৌলভীবাজারে শিক্ষার্থীকে মারধর

মানবজমিন প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০০:০০

মৌলভীবাজার সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো উত্ত্যক্তকারীদের হাতে মারধরের শিকার হয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনা গত সোমবার বিকালে শহরের সোনাপুর এলাকায় ঘটেছে। এ বিষয়ে ঐদিন রাতেই ৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পুুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মৌলভীবাজার সরকারি কলেজের সম্মান শ্রেণির তিন ছাত্রী শহরের সোনাপুর এলাকার। কিছুদিন ধরে ভাড়া বাড়ির মালিকের ভাতিজা সরকারি কলেজের শিক্ষার্থী নাভেদ ও তার কয়েকজন সহযোগী নানাভাবে তাদের উত্ত্যক্ত করে আসছে। গত সোমবার বিকাল বেলা ইনকোর্স পরীক্ষা শেষে বাসায় যাবার সময় ঐ তিন শিক্ষার্থীর একজনকে ডেকে নিয়ে নাভেদ (১৮) ও তার সহযোগীরা অশালীন ভাষায় কথাবার্তা বলে এবং শরীরের জামা-কাপড় ঠিক করে চলার পরামর্শ দেয়। এই ঘটনা ঐ ছাত্রী তার দুই সহপাঠীকে অবহিত করলে তিনজন একসঙ্গে এই ঘটনার প্রতিবাদ করে। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠে নাভেদ ও সহযোগীরা। অভিযোগকারীর চুলের মুঠি ধরে মারধর করতে শুরু করে তারা। এ সময় ওপর দুই ছাত্রী এগিয়ে আসলে তাদেরও মারধর ও গায়ের কাপড়-চোপড় ধরে টানা হেঁচড়া করে। পরে এই ঘটনায় এক ছাত্রীর নিকট আত্মীয় বাদী হয়ে রাতে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। আসামিরা হচ্ছেন নাভেদ (১৮), সায়েম (২৪), মুন্না (২২) ও লোকমান (২৪)। অন্যদিকে সরকারি কলেজের এক শিক্ষক তিন ছাত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে, তিনি নিজ দায়িত্বে তিনজনকে কলেজ হোস্টেলে আপাতত থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তবে, পুলিশ এখনো আসামি কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামির পিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছিল। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও