নিরব ও সোহানা সাবা জুটির প্রথম ছবিশুটিং শেষ, শিগগির সেন্সরে যাচ্ছে ‘আব্বাস
আমাদের সময়
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০০:০৫
আবু সুফিয়ান রতন : গেল বছরের শেষের দিকে শুরু হয়েছিল ‘আব্বাস’-এর শুটিং। পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা ও সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে এ চলচ্চিত্রটির কাহিনী। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন নিরব। আর সোহানা সাবাকে দেখা যাবে ‘চুটকি’ চরিত্রে। লাইভ টেকনোলজিস প্রযোজিত আব্বাস ছবিতে আরো অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা …