ভারতে মার্চ-এপ্রিলে ইলেক্ট্রোরাল বন্ড বিক্রি হয়েছে ৩৬২২ কোটি টাকা
আমাদের সময়
প্রকাশিত: ১১ মে ২০১৯, ২০:৩১
রাশিদ রিয়াজ : গত মার্চ-এপ্রিল মাসে সাত দফা লোকসভা ভোটের চার দফা ভোটের সময়ে ইলেক্ট্রোরাল বন্ড বিক্রি হয়েছে ৩৬২২ কোটি টাকা। তথ্য জানার অধিকার আইনে বলে এই বিষয়ে জানতে চাওয়ায় স্টেট ব্যাংক একথা জানিয়েছে। ব্যাংক জানিয়েছে ২০১৮ সালে এই বন্ড বিক্রি হয়েছিল ১০৫৬.৭৮ কোটি টাকা। পুনে বিহার দাভের করা এই আরটিআই অনুসারে বন্ড বিক্রির ক্ষেত্রে …
- ট্যাগ:
- বাংলাদেশ
- বন্ড মার্কেট
- ভারত