কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিছানায় শুয়ে দেখা যাবে এবার সিনেমা !

মানবজমিন প্রকাশিত: ১১ মে ২০১৯, ০০:০০

শুনে অবাক হবার কিছু নেই। সুইজারল্যান্ডের একটি সিনেমা হলে সাধারণ চেয়ারের বদলে বসানো হয়েছে ডাবল  বেড। গত বৃহস্পতিবার সুইস-জার্মান বর্ডারের কাছে অবস্থিত নর্থওয়েস্টারলি মিউনিসিপালিটির সিনেমা প্যাথের এই ‘ভিআইপি বেডরুম’ স্ক্রিন উদ্বোধন করা হয়। নেটফ্লিক্সের কারণে সিনেমা দেখার প্রচলন ধীরে ধীরে কমে যাচ্ছে। এ ধরনের সিনেমা হলের কারণে দর্শক আবার থিয়েটারে আসতে আগ্রহী হবে বলে মনে করা হচ্ছে। পুরো সিনেমা হলে মোট ১১টি ডাবল বেড আছে। প্রতিটি বিছানায় ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল হেডরেস্ট আছে। হলের পরিচ্ছন্নতা এবং কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই ব্যাপারে পুরো খেয়াল রাখা হবে। প্রতি শোয়ের পর বিছানার চাদর বদলে দেয়া হবে বলেও জানা যায়। এই ধরনের সিনেমা হলে টিকেটের দাম (সাধারণ) ১৯.৫০ ফ্রাঙ্ক (১৫ পাউন্ড) এবং  বিশেষ এই হলে সিনেমা দেখতে গুণতে হবে ৪৯ ফ্রাঙ্ক (৩৭ পাউন্ড)। সঙ্গে পাওয়া যাবে ফ্রি খাবার এবং পানীয়। খবর ডেইলি মেইলের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও