রোজা রেখেও মেসওয়াক করতেন রাসূল সা.
আমাদের সময়
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ১৬:২১
আমিন মুনশি : রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেও মেসওয়াক করতেন। হযরত আমের বিন রাবিয়া হতে বর্ণিত, তিনি বলেন- আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার রোজাবস্থায় মেসওয়াক করতে দেখেছি। (তিরমিজি : ৭২৫) মেসওয়াকের প্রতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশেষ গুরুত্বারোপ করেছেন। হাদিসে এসেছে— মেসওয়াক মুখের জন্য পবিত্রকারী, এবং রবের সন্তুষ্টি আনয়নকারী। (আহমদ : ৭) অপর …