মৌরী সিদ্দিকা : আবার প্রশ্নের মুখে ভারতীয় জেট মালিকানাহীন এয়ারওয়েজে। প্রশ্ন উঠেছে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া নিয়ে। বাতিল হয়ে যাওয়া উড়ানের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে জেট কী ভাবছে তা পরিষ্কার নয়। জানা গিয়েছে ১৬ জুলাই ফের এই মামলার শুনানি হবে। দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজেন্দ্র মেনন এবং বিচারপতি এজে ভামবানি শুনানি করেন। এদিকে …