কেমন দেখতে রাজপুত্র? মেগান-হ্যারির সদ্যোজাত প্রকাশ্যে!
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ১৯:০৬
world: রানি এলিজেবেথের নাতি ও প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে হ্যারির বয়স ৩৪। তাঁর স্ত্রী হলিউডের বিখ্যাত অভিনেত্রী মেগানের বয়স ৩৭। যদিও বিয়ের পর অভিনয় ছেড়ে দিয়েছেন মেগান। গত বছর মে মাসেই মোনার্কের উইন্ডসর ক্যাসেল হোমে বিয়ে হয় হ্যারি ও মেগানের।