![](https://media.priyo.com/img/500x/https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2019/05/bccnews24.com-ramadan-550x293.jpg)
কেউ গালি দিলে রোজাদার যেন বলে ‘আমি রোজাদার’
আমাদের সময়
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ১৮:২৭
আমিন মুনশি: ঝগড়া-বিবাদ, গালি-গালাজ থেকে বিরত থাকা রোজার একটি গুরুত্বপূর্ণ বিধান। রোজাহীন অবস্থায়ও তা নিষিদ্ধ, আর রোজা অবস্থায় আরও মারাত্মক। সহীহ ইবনে খুযাইমার বর্ণনায় সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ রোজা রাখলে সে যেন অশ্লীল কথা ও মূর্খতা পরিহার করে। যদি কেউ তাকে গালমন্দ করে …