You have reached your daily news limit

Please log in to continue


আবেদনময়ী রিয়া

‘মিস ম্যাচ-২’ তে অভিনেত্রী রিয়া সেনের অভিনয় কার্যত ফের তাকে শিরোনামে এনে দিয়েছে। এই ওয়েব সিরিজে আবেদনময়ী রূপে উপস্থাপিত হয়েছেন। কয়েকটি বিছানার রগরগে দৃশ্যেও কাজ করেছেন। এবার ওয়েব সিরিজের আলোচনার মাঝেই ফের হট অবতারে ফিরলেন রিয়া। বছরখানেক আগে বিয়ে, হানিমুনের ছবি দেয়ার পর এবার ফটোশুটের ছবি দিচ্ছেন রিয়া। সমপ্রতি একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। তবে এবার দৃষ্টি আকর্ষণ করছে তার কালো রঙের বিকিনি পরা ছবি। রীতিমত আবেদনময়ী হয়ে উঠেছেন তিনি। তার পরনে রয়েছে কালো রঙা বিকিনি। দু’পাশে এক বিশেষ কাটিং। আর সঙ্গে ডিজাইনার নিধি মুনিমের একটি স্রাগ। আর কোনো অলঙ্কার কিংবা মেক আপ ব্যবহার করেননি তিনি। যাকে বলে একেবারে ন্যুড-লুক। কিন্তু এখানেই কি শেষ! রিয়া তার ইনস্টার পাশাপাশি ফেসবুকেও বেশ পোক্ত। সেখানে প্রত্যেক মুহূর্তের ছবি তার অনুরাগীদের জন্য শেয়ার করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন