পুঁজিবাদের বসন্ত বনাম ক্রয়েৎসবার্গের গর্জন
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৮:২৪
সম্ভবত আন্তর্জাতিক শ্রমিক দিবসের গুরুত্ব কিছুটা কাটছাট করার জন্যই বসন্ত উৎসবের মতো একটি প্যাগান বা অখ্রিষ্টীয় উৎসবকে খ্রিষ্টান ইউরোপ-উত্তর আমেরিকায় গুরুত্ব দেওয়া শুরু হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসের মিছিল-বিক্ষোভ মোকাবিলার জন্যও বসন্ত উৎসবকে সরাসরি ব্যবহার করার নজির আছে। যেমন হয়েছে বার্লিনের ক্রয়েৎসবার্গে। লিখেছেন চৌধুরী মুফাদ আহমেদ