![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2019April/bg/Bogura20190505133947.jpg)
শতবর্ষী কৃষ্ণচূড়া আর ছড়াবে না রাঙা মঞ্জুরি!
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ১৩:৩৯
বগুড়া: গ্রীষ্মের অতি পরিচিত ফুল কৃষ্ণচূড়া। সারাবছর চোখে না পড়লেও গ্রীষ্মে এর রূপ দেখে থমকে দাঁড়াতে হয়। ঋতুবৈচিত্রের ধারায় প্রকৃতিতে এখন বিরাজমান বৈশাখ। বৈশাখের প্রখর রোদ যখন তাপদাহ ছড়ায় তখন কৃষ্ণচূড়া ফুল তার সৌন্দর্যের বার্তা ছড়িয়ে দেয় প্রকৃতির বুকে।