বৈধতা পেলো ইবি’র ১২৩ কর্মকর্তা-কর্মচারী

মানবজমিন প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০০:০০

দীর্ঘ প্রতিক্ষার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১২৩ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগের বৈধতা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ৭ বছর পর অনুমোদন পাওয়ায় বৃহৎ বাজেট ঘাটতি থেকে মুক্তি পাচ্ছে ইবি। আগামী অর্থবছর থেকে ইউজিসি তাদের পূর্ণাঙ্গ বেতন-ভাতা প্রদান করবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আবদুল লতিফ। সূত্র মতে, ২০১২ সালের সেপ্টেম্বর মাসে প্রায় দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হয়। ওই নিয়োগে বিজ্ঞাপিত পদের বিপরীতে অতিরিক্ত ১২৩ জনকে নিয়োগ দেয়া হয়। এতে আপত্তি আসলে ১২৩ জনের নিয়োগের অনুমোদ স্থগিত রাখে ইউজিসি। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে তাদের বেতন-ভাতা দেয়া হতো। এতে প্রতিবছর প্রায় ২ কোটি টাকা বাজেট ঘাটতি হতো। অবশেষে সেই ঘাটতির বোঝা থেকে মুক্তি পেতে যাচ্ছে ইবি। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তাদের অনুমোদনের দাবিতে দেনদরবার করে আসছে। গত ২৮শে এপ্রিল ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সমঝোতায় আসে ইউজিসি। আগামী অর্থবছর থেকে তাদের স্বীকৃতি ও নিয়মমাফিক বেতন-ভাতা ও আনুষঙ্গিক ব্যয় মোচন করবে মঞ্জুরি কমিশন। অনুমোদন পেয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কর্মকর্তা সমিতির নেতারা। ইবি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমানের সঞ্চালনায় এসময় প্রশাসনের কর্তাব্যক্তিরা বলেন, ‘১২৩ জনকে নিয়ে যে অনিশ্চয়তা এবং হতাশা তৈরি হয়েছিল তার অবসান হবে। এর ফলে শুধু ১২৩ জনই নয়, পুরো বিশ্ববিদ্যালয় একটা বড় সমস্যা থেকে নিষ্কৃতি পাবে। আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও