জামায়াতের সঙ্গে ‘জনআকাঙ্ক্ষার’ সম্পর্ক নেই, দাবি মঞ্জুর
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবে জামায়াতের বিচারের উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। জামায়াতের ওই সময়কার ভূমিকা নিয়ে খোদ দলটির মধ্যেই মতানৈক্য-বিরোধ স্পষ্ট। এর জেরে সম্প্রতি বহিষ্কৃত হন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও দলটির ছাত্রসংগঠন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মঞ্জু। বহিষ্কৃত হওয়ার দিনকয়েক বাদে তিনি আরও কয়েকজনকে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’ স্লোগানের একটি মঞ্চের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটান। এটি তাদের রাজনৈতিক দল গঠনের প্রাথমিক পদক্ষেপ বলে জানান মঞ্জু। সেখানে মঞ্জু বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন ভূমিকার দায় স্বীকারের আহ্বান জামায়াত নেতৃত্ব অগ্রাহ্য করেছে। এই রাজনৈতিক অবস্থানের বোঝা একাত্তর পরবর্তী প্রজন্মের বহন করা উচিৎ নয় বলে আমরা বিশ্বাস করি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.