জগন্নাথপুরে রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি

মানবজমিন প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০০:০০

সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানিয়েছেন বক্তারা। গতকাল দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে আয়োজিত রমজান মাস উপলক্ষে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক সভায় এমন দাবি জানানো হয়। উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্পাদক রেজাউল করিম রিজু, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলেচ্ছুর রহমান, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায়, ডা. শারমিনা আরা আশা, জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা আবাসিক সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক হোসেন, ইমাম নিজামুল হক জালালী, জাপা নেতা আব্দুল মনাফ, ব্যবসায়ী মকবুল হোসেন ভুঁইয়া প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও