যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে অসম্মতি অ্যাসাঞ্জের

মানবজমিন প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০০:০০

যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধের প্রেক্ষিতে লন্ডনে প্রাথমিক শুনানির মুখোমুখি হয়েছেন উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গতকাল এ শুনানিতে তিনি যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণে অসম্মতি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জের বিরুদ্ধে সরকারি গোপন নথি ফাঁসের অভিযোগ রয়েছে। তাই সেখানে প্রত্যর্পণ করা হলে অ্যাসাঞ্জকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে জামিনের শর্ত লঙ্ঘনের দায়ে বৃটেনের আদালত অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দেয়। এরপর তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে কিনা এ বিষয়ে প্রাথমিক শুনানি হয় আদালতে। এ সময় আদালতকে অ্যাসাঞ্জ বলেন, আমি প্রত্যর্পণের জন্য আত্মসমর্পণ করবো না। সাংবাদিকতার মাধ্যমে আমি অসংখ্য পুরস্কার জিতেছি, অনেক মানুষকে রক্ষা করেছি।অ্যাসাঞ্জের সমর্থকদের ধারণা তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হলে সেখানে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সিনেমা শিল্প থেকে শুরু করে নিরাপত্তা ও যুদ্ধ বিষয়ক সব ধরনের হাজার হাজার গোপন নথি প্রকাশ করেছে উইকিলিকস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও