![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/10/01/97dbc9a4662bea563c34feb3a58ce18e-kurigram.jpg?jadewits_media_id=682471)
অন্যের পরীক্ষা দিতে এসে ধরা খেলেন তিনি
প্রথম আলো
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ২০:২৪
প্রবাদে রয়েছে, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। হয়তো এমন কিছু মাথায় রেখে বেলাল হোসেন এসেছিলেন অন্যের এইচএসসি পরীক্ষা দিতে। তবে শেষ রক্ষা করতে পারেননি তিনি। ধরা পড়ে যান পরীক্ষা পরিদর্শকের হাতে।