হাতের সুন্দর লেখা শেখানোই তাঁর নেশা
প্রথম আলো
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ১০:১৬
হাতের সুন্দর লেখা সবার পছন্দ। সুন্দর লেখা সবাই পড়তে স্বচ্ছন্দবোধ করেন। পরীক্ষায় ভালো ফল করতেও হাতের সুন্দর লেখা বেশ কাজে আসে। এটি একটি শিল্পও। এই উপলব্ধি থেকে হাতের সুন্দর লেখা শেখানোর নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জের ইংরেজির শিক্ষক অনুপ দাস। তিনি প্রায় ২৪ বছর ধরে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা (ক্যালিগ্রাফি) শেখানোর কৌশল রপ্ত করেন। এখন বাংলাতেও হাতের সুন্দর লেখা শেখানো