কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কঠোর নিরাপত্তায় শ্রীলঙ্কায় প্রার্থনা সভা

এক সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু আতঙ্ক আর শোক গ্রাস করে আছে শ্রীলঙ্কাকে। গত রোববার সেখানে তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলায় প্রায় আড়াইশ’ মানুষ নিহত হন। তারপর থেকে শোক আর বেদনায় মুষড়ে পড়েছে দেশটি। নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে কড়াকড়ি। তার মধ্য দিয়ে রোববার ওই হামলার নিন্দা জানালেন শ্রীলঙ্কার রোমান ক্যাথলিক নেতা। কলম্বোর আর্চবিশপ কার্ডিনাল ম্যালকম রঞ্জিত ওই হামলাকে মানবতার অপমান হিসেবে আখ্যায়িত করেছেন। আরো হামলার আশঙ্কা ও নিরাপত্তার কারণে শুক্রবার মসজিদে নামাজ আদায় না করতে অনুরোধ জানানো হয় মুসলিমদের। খ্রিষ্টানদেরকে রোববারের প্রার্থনা সভায় না যেতে অনুরোধ করা হয়। তা সত্ত্বেও কার্ডিনাল ম্যালকম রঞ্জিত একটি প্রাইভেট প্রার্থনা সভার আয়োজন করেন সেইন্ট অ্যান্থনির বাইরে। গত সপ্তাহে এখানেই বোমা হামলা হয়েছিল স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে। সেই সময়েই রোববারের প্রার্থনা সভা আয়োজন করা হয়। এতে কার্ডিনাল ম্যালকম বলেন, গত রোববার যা ঘটে গেছে তা ভয়াবহ বিয়োগান্তক। তা মানবতার অপমান। তার নিজের বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। এতে কার্ডিনাল বলেন, আমরা নিহতদের জন্য প্রার্থনা করছি। প্রার্থনা করছি এই দেশের শান্তি ও সহাবস্থানের জন্য। কোনো বিভেদ ছাড়া আমরা যেন একে অন্যকে বুঝে চলতে পারি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন