ধানে চিটা নিয়ে দিশেহারা কৃষক
প্রথম আলো
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ১২:৩০
তানোরের পারিশো গ্রামের চাষি সেলিম রেজা। ৬৫ বিঘা জমিতে তিনি ধান লাগিয়েছেন, যার ৮ বিঘা জমির ধান চিটা হয়ে গেছে, গাছের অর্ধেক শুকিয়ে খড় হয়ে গেছে। অন্যান্য খেতও কমবেশি ক্ষতি হয়েছে। দিশেহারা এই কৃষক এখন ধান কাটার শ্রমিক পাচ্ছেন না। তানোরের পারিশো ও মিরাপুর মাঠের চাষিদের ধানখেতের এই অবস্থা হয়েছে। কৃষিবিদেরা বলছেন, বৃষ্টি-ঝড়ের আবহাওয়া ব্লাস্ট রোগের অনুকূল পরিবেশ তৈরি করে। এবার চৈত্র মাসজুড়েই এ রকম...