কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পিতা হত্যার দায় স্বীকার সিফাতুল্লাহর

মানবজমিন প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ১০:৪৪

গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে বৃদ্ধ মনোরুদ্দীনকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছেন তার বড় ছেলে সিফাতুল্লাহ।পুলিশের হাতে আটক সিফাত শনিবার দুপুরের দিকে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারিক হাসানের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।নিহত মনোরুদ্দীনের বড় ছেলে সিফাতুল্লাহ তার স্বীকারোক্তিতে জানান, আমার বাবা নিজের নামের কিছু জমি তার মেয়েদের নামে রেজিস্ট্রি করে দেয়। বাকী জমি আমার নামে না দিয়ে ছোট ছেলে জিয়ারুল ইসলামকে দেয়ার সিদ্ধান্ত করেছিল। এজন্য বাবার ওপর আমার চরম ক্ষোভ হয়। গত মঙ্গলবার রাতে বাবা মনোরুদ্দীন ঘরের (বারান্দা) পিঁড়িতে ঘুমিয়ে ছিল। গভীররাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে পরপর ২টি কোপ মারলে, মারা যায়।এদিকে সিফাতুল্লাহর জবানবন্দি রেকর্ড করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। আদালতের নির্দেশে পুলিশ শনিবার বিকালে সিফাতুল্লাহকে কারাগারে নেয়।উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কল্যাণপুর গ্রামের কালিতলা পাড়ার মৃত নিহার ফকিরের ছেলে লাঙ্গল তৈরীর কারিগরকে নিজ ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনার  সঙ্গে জড়িত সন্দেহে গাংনী থানা পুলিশ পরদিন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে নিহত মনোরুদ্দীনের বড় ছেলে সিফাতুল্লাহসহ আরও দু’প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে পুলিশ ঘটনার ক্লু উদ্ধারে মাঠে নামে। একপর্যায়ে হত্যার ঘটনার সন্দেহের তীর চলতে থাকে নিহতের বড় ছেলে সিফাতুল্লাহর দিকে। সিফাতুল্লাহকে আদালতে নিলে, সে পিতা হত্যার ঘটনা স্বীকার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে