কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গরিলাও পোজ দেয়

মানবজমিন প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০০:০০

গরিলাও ছবি তুলতে পোজ দেয়। কঙ্গোর ভিরুঙ্গা পার্কে এমনই এক পোজ ক্যামেরাবন্দি করেছেন পার্ক রেঞ্জার ম্যাথিউ শামাভু। গরিলার সঙ্গে নিজের সেলফি তুলে তা পোস্ট করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবি এখন ভাইরাল। বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ এ খবর দিয়েছে। শামাভু ওই পার্কে তার মোবাইল ফোন চেক করছিলেন। এ সময় দুটি নারী গরিলা নদাকাজি ও নদেজে তার ওপর নজর ফেলে। তার চলাফেরা অনুসরণ করতে থাকে। তার সঙ্গে মজা করতে থাকে। এরই এক পর্যায়ে গরিলা দুটির সঙ্গে তিনি নিজেকে ক্যামেরাবন্দি করেন। এতে গরিলা দুটি মানুষের মতো দাঁড়িয়ে যেন ক্যামেরার দিকে পোজ দিচ্ছিল। ওই ছবি শামাভু পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে। ওই রেঞ্জারের সূত্র মতে, গরিলা দুটি ১২ বছর আগে মা-বাবাকে হারিয়েছে। তাদের পরিবারের সবাইকে হত্যা করেছে শিকারিরা। এমন সব এতিম হয়ে যাওয়া পাহাড়ি গরিলাদের দেখাশোনার জন্য বিশ্বে একমাত্র স্থান ওই পার্ক বলে দাবি করেছে ওই সেন্টারের ব্যবস্থাপনা। গরিলা দুটিকে অল্প বয়সে এখানে আনা হয়েছে। তারপর থেকে তাদের কেয়ারটেকারের কাছ থেকে রপ্ত করেছে সব কিছু। শামাভু বলেছেন, ব্যবহারের দিক দিয়ে তারা আপনার সব কিছুতে প্রতিক্রিয়া দেখাবে। আপনার সঙ্গে তামাশা করবে। হাসবে। চারপাশে যা ঘটছে তার দিকে নজর রাখবে। আমরা যা করবো তারা তাই করবে। তিনি বলেছেন, সেনকিকি মাউন্টেইন গরিলা অরফানেজ সেন্টার চেষ্টা করছে এসব প্রার্ণীকে যতটা সম্ভব প্রাকৃতি পরিবেশ নিশ্চিত করতে। ফলে গরিলারা অবিকল মানুষের মতো আচরণ করছে। ২০০৭ সালে ভিরুঙ্গাতে বন্য একটি গরিলাকে হত্যা করা হয়েছিল। তার নাম ছিল সেনকিকি। সেই নাম অনুসারে এই সেন্টারটির নামকরণ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও