কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইসরাইলি সরকার নিয়ে নেতিবাচক বেশিরভাগ আমেরিকান

মানবজমিন প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০০:০০

ইসরাইলি সরকার নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন বেশিরভাগ আমেরিকান। তবে ইসরাইলি জনগণ নিয়ে তারা এখনও ইতিবাচক। বিখ্যাত জরিপকারী সংগঠন পিউ রিসার্চ-এর জরিপে এই চিত্র উঠে এসেছে।ইসরাইলি পত্রিকা হারেৎসের প্রতিবেদনে বলা হয়, জরিপের ফলাফল থেকে দেখা যায়, ইসরাইল বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্রেট সমর্থকদের মনোভাবে বিশাল ফারাক বিদ্যমান।কয়েক দশক ধরে ইসরাইলি ও ফিলিস্তিনিদের নিয়ে আমেরিকান মনোভাব যাচাই করে আসছে পিউ রিসার্চ সেন্টার। তবে এ বছরই প্রথমবারের মতো ইসরাইলি ও ফিলিস্তিনি জনগণের পাশাপাশি উত্তরদাতাদেরকে দুই দেশের সরকার সম্পর্কেও প্রশ্ন করা হয়। জরিপে দেখা যায়, ৩৯ শতাংশ আমেরিকান ইসরাইলি ও ফিলিস্তিনি উভয় জাতির সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন। তবে ২৫ শতাংশ আমেরিকান শুধু ইসরাইলিদের পছন্দ করেন, ফিলিস্তিনিদের করেন না। ৮ শতাংশ আমেরিকান শুধু ফিলিস্তিনিদের পছন্দ করেন, ইসরাইলিদের করেন না। প্রায় ২০ শতাংশ উত্তরদাতা কারও সম্পর্কেই ইতিবাচক নন। সবকিছু যোগ করলে দেখা যায়, ৬৪ শতাংশ আমেরিকানই ইসরাইল সম্পর্কে ইতিবাচক। ৪৬ শতাংশ ফিলিস্তিনিদের সম্পর্কে ইতিবাচক। ২৮ শতাংশ আমেরিকান ইসরাইল নিয়ে নেতিবাচক। ফিলিস্তিনিদের নিয়ে নেতিবাচক ৪৫ শতাংশ আমেরিকান।ডেমোক্রেট ও রিপাবলিকান সমর্থকদের মধ্যে এক্ষেত্রে বিস্তর ফারাক দেখা গেছে। যেমন, ইসরাইলিদের জাতি হিসেবে পছন্দ করেন ৭৬ শতাংশ রিপাবলিকান। কিন্তু মাত্র ৫৬ শতাংশ ডেমোক্রেট ইসরাইলিদের পছন্দ করেন। ৫৮ শতাংশ ডেমোক্রেট ফিলিস্তিনিদের পছন্দ করেন। কিন্তু মাত্র ৩৩ শতাংশ রিপাবলিকান ফিলিস্তিনিদের পছন্দ করেন।আবার ইসরাইলি ও ফিলিস্তিনি সরকার নিয়ে মনোভাবে দেখা গেছে একেবারে ভিন্ন চিত্র। ৪৩ শতাংশ উত্তরদাতা ইসরাইল ও ফিলিস্তিন- উভয় সরকার নিয়েই নেতিবাচক। ১১ শতাংশ উভয় সরকার নিয়ে ইতিবাচক। মোটা দাগে, ৫১ শতাংশ আমেরিকানই ইসরাইলি সরকার নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন।রিপাবলিকানদের ক্ষেত্রে ৬০ শতাংশই ইসরাইলের বর্তমান সরকার নিয়ে ইতিবাচক। কিন্তু ডেমোক্রেটদের মধ্যে এই হার মাত্র ২৬ শতাংশ। তরুণদের মধ্যে এই চিত্র আরও অন্যরকম। এমনকি বিভিন্ন বয়সশ্রেণির রিপাবলিকানদের মধ্যেও শুধুমাত্র ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষই ইসরাইলি সরকারের সমর্থক। ৩০ বছরেরও কম বয়সী রিপাবলিকানদের মধ্যে মাত্র ২৭ শতাংশ ইসরাইলি সরকার সম্পর্কে ইতিবাচক। তরুণ ডেমোক্রেটরা ইসরাইল সরকার সম্পর্কে আরও কম ইতিবাচক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও