সিসিটিআই সমিতি পরিচালক দুই কোটি টাকা নিয়ে উধাও
ফুলতলায় সিসিটিআই সঞ্চয় ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. এহসান উদ্দিন চৌধুরী ওরফে হাসান চৌধুরীর বিরুদ্ধে গ্রাহকের প্রায় ২ কোটি টাকা হাতিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সমিতির ১৪ জন নারী ফিল্ড অফিসার তাদের নিজস্ব পাওনা ও গ্রাহকদের আমানত ফেরত পাওয়ার দাবিতে ইউএনওসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলতলায় সিসিটিআই সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেড (রেজি. নং-১৭ কে,২৩/০৭/২০১২) ফুলতলা বাজারের রফিক সড়কস্থ হুমায়ুন গাজীর বিল্ডিংয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা ভাড়া নিয়ে সমিতির কার্যক্রম শুরু করে। শুরুতে মো. এহসান উদ্দিন চৌধুরী ওরফে হাসান চৌধুরী বাপ্পী সভাপতি, তার স্ত্রী শারমিন আক্তারকে সহ-সভাপতি, আল ইমরান খান সম্পাদক এবং মো. আইনাল হক, মো. হাদিউজ্জামান জমাদ্দার (হাসান চৌধুরীর মামা) ও মো. আশরাফুল ইসলামকে সদস্য করে সমিতির রেজিস্ট্রেশন (স্মারক নং-১৪০৭(২)) নেয়া হয়। সেই থেকে অতিরিক্তি সুদ প্রদানের প্রলোভন দেখিয়ে ফুলতলা, নওয়াপাড়া, জামিরা, নাউলী, ধুলগ্রাম, রাজঘাটসহ বিভিন্ন এলাকায় অফিস স্থাপন ও নারী কর্মী নিয়োগ দিয়ে ১ হাজার ৬শ’ সদস্যের নিকট থেকে সঞ্চয় গ্রহণ করে। শুধুমাত্র ফুলতলা এলাকাতেই ১৪ নারী কর্মীর মাধ্যমে ১ কোটি ৪৫ লাখ টাকা আদায় পূর্বক অফিস ভাউচারের মাধ্যমে গ্রহণ করে। এছাড়াও বিভিন্ন ব্যক্তির নিকট থেকে ৬ থেকে ৮ বছর মেয়াদি ফিক্সট ডিপোজিট, এফডিআর, সঞ্চয় আমানত, মাসিক ও দৈনিক সঞ্চয় গ্রহণ করা হয়। এদিকে আমানতের মেয়াদ পূর্তির মুহূর্তেই অর্থাৎ গত ৩রা এপ্রিল অফিসের তালা বন্ধ করে আমানতকারীদের টাকা প্রদান না করেই হাসান চৌধুরী আত্মগোপন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সমিতির ১৪ জন ফিল্ড অফিসারের অভিযোগের ভিত্তিতে উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম আগামী ২৯শে এপ্রিল বেলা ১১টায় সমিতি কার্যালয়ে বাদী ও বিবাদী উভয়পক্ষকে উপস্থিত থাকতে লিখিত নির্দেশনা প্রদান করেছেন। সমবায় অফিস কৃর্তক ২০১৭-১৮ অর্থবছরের অডিট নোটে দেখা যায়, ৮০ জন শেয়ার সদস্যের মোট পুঁজি রয়েছে ৩ লাখ ৬১ হাজার ১৭৮ টাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতারণার শিকার ভুক্তভোগী গ্রাহকরা তাদের আমানত ফেরত পেতে সমিতির বন্ধকৃত অফিস, থানা প্রশাসন, বণিক কল্যাণ সোসাইটি, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তর ও ব্যক্তির দুয়ারে ধরনা দিচ্ছেন।