You have reached your daily news limit

Please log in to continue


সৈয়দপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্তের অভিযোগ

সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু বিন আজাদ শাওনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করেছে। সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ মামলা দায়ের করে। এ ঘটনায় শাওনকে যুবলীগ সৈয়দপুর উপজেলা আহ্বায়ক কমিটি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক দিল নেওয়াজ খান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ছাত্রী তাদের সহপাঠী বন্ধুকে নিয়ে গত ১৯শে মার্চ বিকালে রাউটার কেনার জন্য সৈয়দপুর প্লাজায় আসে। এ সময় যুবলীগ নেতা শাওন ওই ছাত্রীদের উত্ত্যক্ত করলে সহপাঠী বন্ধুটি এর প্রতিবাদ করে। এতে তাকে লাঞ্ছিত করে। এরপর ওই নেতা প্রায়শই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সামনে গিয়ে তাদেরকে উত্ত্যক্ত করতো। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করে ওই ছাত্রীরা। এ ঘটনায় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাসির উদ্দিন বাদী হয়ে সৈয়দপুর থানায় আবু বিন আজাদ শাওনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সৈয়দপুর উপজেলা কমিটির আহ্বায়ক দিল নেওয়াজ খান জানান, বিভিন্ন অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবু বিন আজাদ শাওনকে গত বুধবার সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন