ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জাহিদুর রহমান আওয়ামী লীগের চাপে শপথ নেয়নি। তিনি শপথ নিয়েছেন জনগণের সঙ্গে উন্নয়নের প্রতিশ্রতির বাস্তবায়ন করতে। গতকাল দুপুরে ব্রা?হ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, জাহিদুর রহমান আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন। আর জনগণের সঙ্গে প্রতিশ্রতি দিয়ে ভোট নিয়েছেন। যাতে সংসদে কথা বলতে পারেন। মন্ত্রী বলেন, বিএনপি’র শাসনামলে মানুষের উপর অত্যাচার করেছেন। কিন্তু শেখ হাসিনার সরকার মানুষের উপর অত্যাচার করে না। মন্ত্রী আরো বলেন, ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার বিচার কাজ দ্রুত সম্পন্ন করা হবে। ওই মামলার আসামিরা যত বড়ই ক্ষমতাবান হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, উত্তরা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মুতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাসেদুল কাউছার ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মনির হোসেন, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.