![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/04/26/74859d3f5ca339b6eccee1685481de0a-5cc2f3088c04d.jpg?jadewits_media_id=1434798)
ফ্লোরিডায় কারিগরের বর্ষবরণ উদ্যাপিত
প্রথম আলো
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১৮:০০
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৪ এপ্রিল ফ্লোরিডায় বাংলা বর্ষবরণ ও মেলার আয়োজন করেছে কারিগর। স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় ওয়েস্ট পামবিচের লেক ওয়ার্থের ইন্টার কোস্টাল সংলগ্ন ব্রায়ান্ট পার্কে সমবেত কণ্ঠে এসো হে বৈশাখ এসো এসো গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এতে ৭০ জনেরও বেশি শিল্পী অংশ নেয়। একে একে সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় বাংলার পঞ্চ কবির গান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন...