![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/04/26/3cad07fd7ac61fd8366296f6366e395e-5cc2a66904c8d.jpg?jadewits_media_id=1434700)
দহনের শৈল্পিক লিপিকা
প্রথম আলো
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১২:২৭
২৪ এপ্রিল ছিল কবি বেলাল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁকে নিয়ে আয়োজন বেলাল চৌধুরীর (১২ নভেম্বর ১৯৩৮২৪ এপ্রিল ২০১৮) কবিতায় অন্তর্চাপের প্রাবল্য দৃশ্যমান। বাইরের উপর্যুপরি আঘাতে কবি নিজেকে গুটিয়ে নেন ভেতরমহলে। রক্তাক্ত হন প্রতিমুহূর্তে। এই পীড়ন আবার নির্মাণ করে অন্য মাত্রার সৌন্দর্য, জীবনের জটিলতা তাঁর কবিতায় ঝিল্লিমন্ত্রের পোশাক পরে। প্রিয়বিরহে ঝড় ওঠে বুকজুড়ে আর চারপাশে জ্বলে আগুনের...