![](https://media.priyo.com/img/500x/https://gdb.voanews.com/F4BEF7C7-C950-458D-8062-89AEFFA07CC4_w1200_r1_s.jpg)
শ্রীলংকার প্রধানমন্ত্রী: রোববারের সন্ত্রাসের সঙ্গে আই এস সম্পৃক্ত থাকতে পারে
ভয়েস অব আমেরিকা (আমেরিকা)
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৭:৫৭
শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল বিক্রামাসিঙ্গে বলেন যে ঈষ্টার সান্ডেতে যে আত্মঘাতী বোমা দেশটিকে তছনছ করেছে তার সঙ্গে ইসলামিক স্টেটের সম্পৃক্ততা থাকতে পারে। ইসলামিক স্টেট এর্ই মধ্যে এর দায় স্বীকার করেছে।