১৯৭৭ সালের অক্টোবরে যাত্রা শুরু করে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডদল ফিডব্যাক। সে সময় ফিডব্যাক ব্যান্ডের হয়ে মঞ্চ মাতিয়েছেন ফোয়াদ নাসের বাবু, মাকসুদ, পিয়ারু খান, খালিদ হাসান রুমি, সেলিম হায়দার, রোমেল ও জাকির। এরপর ভাঙাগড়ার খেলায় বর্তমানে ব্যান্ডটিতে আছেন ফোয়াদ নাসের বাবু (কি-বোর্ড), লাবু রহমান (গিটার ও ভোকাল), টন্টি (ড্রামস), দানেশ (বেজ গিটার), শাহনুর রহমান লুমিন (ভোকাল) ও রায়হান (ভোকাল)। আগামী ৩০ এপ্রিল দলটি চার দশকপূর্তি উপলক্ষে আয়োজন করছে মেগা কনসার্ট। এটি অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। আর এই আয়োজনে অংশ…
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.