মতলব প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন মতলব প্রতিনিধি শ্যামল চন্দ্র দাসের মাতা শোভা রাণী দাস (৭০) পরলোকগমন করেছেন। গত রোববার রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামে পরলোকগমন করেন। মৃত্যুকালে স্বামী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। দুপুরে পারিবারিক মহাশ্মশানে প্রয়াত শোভা রানী দাসের লাশ সৎকার করা হয়। এদিকে শোভা রানী দাসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মতলব প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, রোটারী ক্লাব অব মতলবের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, প্রয়াত শোভা রানী দাস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের প্রাক্তন এফডাব্লিউসি পদে কর্মরত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.