হালুয়ার চাহিদা বেড়েছে শবে বরাতে
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ১৮:৫৯
চট্টগ্রাম: পবিত্র শবে বরাত উপলক্ষে বাহারি নামের বর্ণিল সব হালুয়ার পসরা সাজানো কাজীর দেউড়ির বম্বে রয়েল সুইটসে। একেকটির একেক দাম। ২৫০ গ্রাম, ৫০০ গ্রামের কার্টনে ভরা। প্রতিকেজি ৪০০ টাকা থেকে শুরু। সর্বোচ্চ ৭০০ টাকা পর্যন্ত।