‘সুন্দরবনে টহল ফাড়িতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা হচ্ছে’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেছেন, সুন্দরবনের মধ্যে মোংলা বন্দরে জাহাজ থেকে বর্জ্য ফেলা হচ্ছে। এতে নদী দূষণের ফলে জলজ প্রাণীর ক্ষতি হচ্ছে। জোয়ারের সময় এ সকল বর্জ্য লোকালয়ে এসে পরিবেশ দূষণ করছে। সুন্দরবনের প্রতিটি টহল ফাঁড়িতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হচ্ছে। গতকাল সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডা. রুস্তম আলী, ড. রাফিউল হাসান, ডা. মশিউল আজম প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন, কমিউনিটি ক্লিনিক এবং পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এর আগে স্বাস্থ্যসেবা উপলক্ষে একটি র্যালি মোংলা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.