কমলনগরে ইউপি সদস্যের ওপর শ্রমিকলীগ নেতার হামলা
লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদার দাবিতে ইউপি সদস্যের ওপর হামলা চালিয়েছে উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন রাসেল ও তার লোকজন। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার হাজীরহাট ইউনিয়ন পরিষদে ঢুকে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিমের ওপর এ হামলা চালায় তারা। ওই সময় রাসেল ও তার লোকজন সেলিমকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করে পালিয়ে যায়। পরে ইউপি চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ওই রাতে সেলিম বাদী হয়ে রাসেলকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ কমলনগর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত রাসেল একই এলাকার মো. ইউছুফের ছেলে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকলীগ নেতা রাসেল দীর্ঘদিন থেকে ইউপি সদস্য সেলিমের কাছে চাঁদা দাবি করে আসছে। গত বৃহস্পতিবার সকাল থেকে ওই ইউনিয়নে জেলেদের বিনামূল্যের ভিজিএফ’র চাল বিতরণ চলছিল। বিকালে রাসেল লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানের উপস্থিতিতে ১০ মণ চাল ও নগদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাসেল ও তার লোকজন ইউপি সদস্য মো. সেলিমকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে পালিয়ে যায়। হাসপাতালে ভর্তি ইউপি সদস্য মো. সেলিম বলেন, রাসেল আমার ওয়ার্ডের বাসিন্দা হওয়ায়, প্রায় সময় সে আমার কাছে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করে। ঘটনার সময় দলবল নিয়ে সে ইউনিয়ন পরিষদে সবার সামনে আমার ওপর হামলা চালায়। এদিকে শ্রমিকলীগ নেতা মোশারফ হোসেন রাসেল দাবি করেন, উপজেলার করুণানগর বাজার গতবছর তিনি ইজারা নিয়েছেন। এ বছর বাজার না পওয়ায় উপজেলা পরিষদ থেকে জামানতের টাকা উঠানোর জন্য চেয়ারম্যানের স্বাক্ষর নিতে পরিষদে গিয়েছেন। চেয়ারম্যান তাকে স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে চেয়ারম্যান ও তার পরিষদের সদস্যরা মিলে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলা করার জন্য থানায় গেলে পুলিশ তাদের মামলা না নিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে।কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, ইউনিয়ন পরিষদে হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- ট্যাগ:
- অপরাধ
- শ্রমিকলীগ
- লক্ষ্মীপুর