বায়োস্কোপে ঘোরে জীবিকা
প্রথম আলো
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ১২:২৩
আবদুল জলিল মণ্ডল। বায়োস্কোপ দেখান সেই ১২ বছর বয়স থেকে। এরপর কেটে গেছে দীর্ঘ ৪০ বছর। এখনো রঙিন বাক্সটি নিয়ে ছুটেছেন দেশের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি তাঁকে দেখা গেল গাজীপুরের একটি মেলায়। আবদুল জলিলের মাথায় গামছা, হাতে ডুগডুগি। মানুষকে বিনোদন দেন রঙে-ঢঙে। তবে বর্তমানে হাতে হাতে মুঠোফোন আর ইন্টারনেটের কারণে বায়োস্কোপের কদর অনেক কমে গেছে। আবদুল জলিল বলেন, আগে ডুগডুগি বাড়ি দিলেই ছেলেমেয়েরা...