![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2018/01/10/f88e8757801013ab86d34e1009cc0d79-5a55b0be87021.jpg?jadewits_media_id=1130346)
ফরিদপুরে আনসারউল্লাহ বাংলা টিমের দুই সদস্যের যাবজ্জীবন
প্রথম আলো
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১৩:১৯
ফরিদপুরে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার রায়ে আনসারউল্লাহ বাংলা টিমের পরিচয়দানকারী দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।