কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রূপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মানবজমিন প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০০:০০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে একটি পাকা দোতলা ভবন, ৪/৫ টি স’মিল, কয়েকটি কাঠের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও কাঁচা পাকা এবং টিনের বসতঘর রয়েছে। গতকাল বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার তারাব এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় উচ্ছেদকৃত অবৈধ দোকানপাট থেকে জব্দ করা কাঠ, টিন, বালু সহ বিভিন্ন মালামাল দুই লাখ বিশ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক মো. শহীদুল্লাহ সহ অন্য কর্মকর্তারা। উচ্ছেদ অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক উচ্ছেদকর্মী অংশ নেন। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, নদীর সীমানা পিলারের অভ্যন্তরে এবং আইন অমান্য করে নদীর সীমানার দেড়শ’ ফুটের ভেতরে গড়ে ওঠা প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এর মধ্যে একটি পাকা দোতলা ভবন, ৪/৫ টি স’মিল, কয়েকটি কাঠের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও কাঁচা পাকা এবং টিনের বসতঘর রয়েছে। তিনি জানান, নদী অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী-বন্দরের উপ-পরিচালক মো. শহীদুল্লাহ জানান, উচ্ছেদের পূর্বে অবৈধ দখলদারদের স্থাপনা ও মালামাল সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছিল। এরপরেও তারা সরিয়ে না নেয়ায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। রূপগঞ্জের তারাব সুলতানা কামাল সেতু  থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান চলবে। তিনি জানান, জেলা প্রশাসন, ভূমি কতৃর্পক্ষ ও বিআইডব্লিউটিএ’র যৌথ সমন্বয়ে নদীর সীমানা সংক্রান্ত পুনঃজরিপ হয়েছে। এ অনুযায়ী পুনরায় সীমানা পিলার স্থাপন করা হবে। সেই প্রেক্ষিতে জরিপ অনুযায়ী নদীর জায়গা দখলমুক্ত করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও