পল্টনে চলছে ৩ দিনব্যাপী লোকজ ক্রীড়া উৎসব
আমাদের সময়
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১৫:৫৭
মো. আল-আমিন : অবসর যাপন কিংবা আত্মরক্ষা আবহমান কাল থেকেই মানুষ নিজেদের প্রয়োজনে করে লোকজ খেলা বাঁচিয়ে রেখেছে। শহুরে জীবন থেকে লোকজ খেলা হারিয়ে গেলেও গ্রাম-গঞ্জে এখনো জনপ্রিয় লাঠি ও বলি খেলা, ষাঁড়ের লড়াই কিংবা ঘোড়-দৌঁড়। ৯ বছরের শিশু থেকে ৬৫ বছরের বৃদ্ধ যে কোনো মানুষের হাতেই মানায় এই লাঠি। নৈপূণ্যের জোরে এ খেলা পেয়ে …