![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/04/13/bf85433155053e36c64a73bab92fe947-5cb19d3dab09d.png?jadewits_media_id=1431430)
নাটোরে বোন বানিয়ে শিশু অপহরণ
প্রথম আলো
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ১৪:২৩
নাটোরের এক গৃহবধূর সঙ্গে মুঠোফোনে ধর্মের বোন পাতিয়ে বাড়িতে বেড়াতে এসে ওই নারীর শিশুসন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে একটি অপহরণকারী চক্র। চার দিন পর গত বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে গাইবান্ধা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় আটক করা হয় তিন অপহরণকারীকে। নাটোর জেলার পুলিশ সুপার বৃহস্পতিবার রাত ১০টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।