কারুপণ্যের আট নিপুণ শিল্পী
প্রথম আলো
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ১১:৪৮
কাল পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের উৎসবের রং ছড়িয়ে পড়বে সবখানে। বাঙালিয়ানা দেখা যাবে পোশাক, খাবার আর বিভিন্ন অনুষঙ্গে। টেপাপুতুল, নকশা করা শঙ্খ, সোলার মালা, খেলনা, কাঁসাপিতলের গয়না, শীতলপাটি, নকশাদার হাতপাখা, বাঁশবেতের পণ্য—নববর্ষের অনুষঙ্গ। বছরের পর বছর ধরে কারুশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে এসব কারুপণ্য। ধারণ করছে বাংলার চিরায়ত ঐতিহ্য। একেক মাধ্যমে দক্ষ এমন আটজন...