প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী ইসমাঈল গুরুতর অসুস্থ
মোহাম্মদ বিলাল বদরুল,মিডল্যান্ড প্রতিনিধি: প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী ইসমাঈল গুরুতর অসুস্থ।আলী ইসমাঈল ইংল্যান্ড থেকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে বঙ্গবীর ওসমানীর ঘনিষ্ঠ সহচর হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। ফলশ্রুতিতে জাতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে তিনবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। রাজনীতির পালাবদল তিনি এখন নিজ দলের পার্টির একাংশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন ছাড়াও বিভিন্ন পত্র পত্রিকায় কলাম এবং প্রবন্ধ লিখেছেন। সম্প্রতি বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ এবং দেশ বেঞ্চের এর চেয়ারম্যান অ্যাডভোকেট তোফায়েল তালুকদার তাকে দেখতে গিয়েছিলেন। মোস্তফা চৌধুরী যুবরাজ দৈনিকসিলেটডটকম কে জানান, শারীরিক অবস্থা সংকটাপূর্ণ। তিনি ক্যান্সারে আক্রান্ত ,যে কোন সময় কিছু একটা হয়ে যেতে পারে বলে ডাক্তাররা জানিয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী ইসমাঈল বাড়ি সিলেটের বিয়ানীবাজার থানার মাথিউরা ইউনিয়নের রায়বাসী গ্রামে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.