![](https://media.priyo.com/img/500x/https://gdb.voanews.com/9652B4C7-5990-4AA4-9552-AE343866D2DB_w1200_r1_s.jpg)
রেমিট্যান্স আহরণে বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশ
ভয়েস অব আমেরিকা (আমেরিকা)
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ২০:১১
রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে দ্বিতীয় বারের মত বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে বলে সদ্য প্রকাশিত বিশ্বব্যাংকের অভিবাসন ও রেমিট্যান্স বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে।