সু-প্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর নিহতের ঘটনায় তার পরিবারকে ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের দেয়া অন্তবর্তীকালীন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দিতেই হবে সু-প্রভাত পরিবহন কর্তৃপক্ষকে।গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত ২০শে মার্চ আবরারের পরিবারকে এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে সু-প্রভাত পরিবহনকে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে আবরারের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে আদালত রুল জারি করেন। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোটের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ওই দিন রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার আশরাফ রহমান। আবরারের দুর্ঘটনার বিষয়টি আদালতের নজরে আনলে আদালত রুহুল কুদ্দুস কাজলকে আবেদন আকারে কোর্টে জমা দিতে বলেন। সেই অনুযায়ী তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট অন্তবর্তীকালীন আদেশ ছাড়াও রুল জারি করেন। রুলে সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থায় অব্যাহত ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।উল্লেখ্য, গত ১৯শে মার্চ সকালে রাজধানীর বসুন্ধরা এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর মৃত্যু হয়। তিনি বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.