কুড়িগ্রামে বাল্যবিবাহ নিরোধ কর্মসূচিতে সুইডিশ অ্যাম্বাসেডর
কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা ও মাঠ পর্যায়ে শিশুদের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন বাংলাদেশে কর্মরত সুইডেনের অ্যাম্বাসেডর চারলোটে এসক্লাইটার। গতকাল সকালে তিনি জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি সুইডেন সরকারের অর্থায়নে ও প্লান ইন্টারন্যাসনালের কারিগরি সহযোগিতায় আরডিআরএস-বাংলাদেশ বাস্তবায়িত সদর উপজেলার পাঁচগাছি ও ভোগডাঙ্গা ইউনিয়নে শিশুভিত্তিক বিভিন্ন কর্মসূচি পরির্দশন করেন। সকালে জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, প্লান ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত ডিভিশনাল ম্যানেজার ঋষিকেশ সরকার, আরডিআরএস-বাংলাদেশ’র অপারেশন ডিরেক্টর হুমায়ুন খালেদ, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এন্ড জেন্ডার ইকুয়ালিটি’র সেকেন্ড সেক্রেটারি ইয়ালভা সালস্ট্রান্ড প্রমুখ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ধন্যবাদ কর্মসূচি
- কুড়িগ্রাম