কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শিক্ষা ও দক্ষতার পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ প্রয়োজন: মেয়র নাছির

চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানবিক গুণাবলীতে বলীয়ান মানুষ। যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদেরও একধরনের শিক্ষা আছে। সেটা তারা জীবনের পাঠশালা থেকে শিখেছে। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত বা জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণকারীদের মধ্যে যদি মানবিক গুণাবলীর ছোঁয়া না থাকে তাহলে হয়ত তাদের নিজেদের অগ্রগতি সাধিত হবে। তবে সামাজিক অগ্রগতিতে তারা অবদান রাখতে সক্ষম হবে না। কাজেই শিক্ষা ও দক্ষতার পাশাপাশি মানবিক ও সামাজিক গুণাবলীর বিকাশ প্রয়োজন। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের যে বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেয়া উচিত সেটা হলো শিক্ষা। শুধু মুখস্থ করে নয় বুঝে শুনে পড়া মুখস্থ করার ধারাবাহিকতা চালিয়ে গেলে কিছুদিনপর সেটা ভুলে যেতে পারে। এভাবে শিক্ষা গ্রহণ হৃদয়, মনে মননে দাগ কাটে না। আমরা যদি কিশোর কিশোরীদের মনন ও  সুকুমার বৃত্তির বিকাশ, খেলাধুলা, শরীরচর্চা ও সামাজিকতা শিক্ষায় দীক্ষিত করে গড়ে তুলতে পারি তাহলে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ একটা সুস্থ সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব। মেয়র শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। গত রোববার রাতে ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক কৃতী শিক্ষার্থী ও গর্বিত পিতা-মাতা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। এতে বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর মো. ইসমাইল বালী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ উদ্দিন, রাজনীতিক রফিকুল ইসলাম মোমিন, শিক্ষক সাহাদাত হোসেন। এতে আরো বক্তব্য রাখেন ছাত্র নেতা অছিউর রহমান, সাফাত বিন আমিন, অনিন্দ্য দেব, অভিভাবক সালমা আক্তার শরিফ, ছাত্র মো. রাব্বি, ছাত্রী তানিয়া আক্তার সুখি। অনুষ্ঠান শেষে ৫ শত জন পিএসসি, জেএসসি, এসসসি ও এইচ এস সি কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার ও  সার্টিফিকে তুলে দেন সিটি মেয়র।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন