কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মাহবুবুল হক চিশতিসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

ফারমার্স ব্যাংকের ১৫৯ কোটি ৯৫ লাখ টাকা পাচারের অভিযোগে দায়েরকৃত মামলায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল এ অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। মাহবুবুল হক চিশতী ছাড়া অন্য যাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে তারা হলেন- রাশেদুল হক চিশতী, রুজী চিশতী, সাবেক এসভিপি জিয়া উদ্দিন আহমেদ ও সাবেক ফার্স্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান। বর্তমানে মাহবুবুল হক চিশতী ও তার ছেলে রাশেদুল হক চিশতী এই মামলায় কারাগারে রয়েছেন। মামলার নথি সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ফারমার্স ব্যাংকের বিভিন্ন শাখায় মোট ২৫টি হিসাব খোলেন। এই হিসাবগুলোর মাধ্যমে ব্যাংক ব্যবস্থাপকদের সহায়তায় অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের নিয়ম ভেঙে বিভিন্ন সময়ে গ্রাহকদের হিসাব থেকে প্রেরণ করা ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা স্থানান্তর, হস্তান্তর ও লেয়ারিং এর মাধ্যমে হিসাবগুলোতে গ্রহণ করে কিংবা নিজেদের নামে ক্রয়কৃত ব্যাংকের শেয়ারের মূল্য পরিশোধের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেন। এতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম গত বছরের ১০ই এপ্রিল বাদী হয়ে গুলশান থানায় মানিলন্ডারিং মামলা করেন। শিগগিরই তিনি আদালতে এই মামলার চার্জশিট দাখিলও করবেন বলে জানা যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন