![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-68779159,width-650,resizemode-4/news-for-toi.jpg)
সমপ্রেম ও পরকীয়ায় প্রাণদণ্ডের ফতোয়া, প্রতিবাদে বয়কট ব্রুনেইয়ের হোটেল
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১৭:৪২
world: এলজিবিটি সম্প্রদায়ের নেতৃত্বে সুলতানের ফতোয়ার প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্যর এলটন জনের মতো বিশিষ্ট সংগীতশিল্পী এবং জর্জ ক্লুনির মতো অভিনেতা। দ্য টিভি চয়েস অ্যাওয়ার্ড-সহ একাধিক ইভেন্ট বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস-এর মতো বহু সংস্থা। ডয়েশ ব্যাংকের মতো বিশ্ব মানের সংস্থা ওই হোটেলের কোনও রকম পরিষেবা নেওয়া থেকে বিরত থাকার ঘোষণা করেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ফতোয়া
- ব্রুনাই