![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/04/08/23cd9aa6e1d356f0035fda5fe576eff6-5caaf5a448a0d.jpg?jadewits_media_id=1429956)
যাত্রাশিল্পে ধস, বিপাকে নারী মালিকেরা
প্রথম আলো
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১৩:১৬
কয়েক বছর ধরে যাত্রাশিল্পে ক্রমে লোকসানের ঘানি টানতে হচ্ছে। পর্যাপ্ত যাত্রাগানের আয়োজন না থাকার কারণে অধিকাংশ দলকেই বসে থাকতে হচ্ছে। কালেভদ্রে দুই–একটা বায়না পেলে তাতে শিল্পী আর কুশীলবের বেতন ও অন্যান্য খরচ শেষে হাতে আর কিছুই থাকে না।