লড়াই এবার দুই জাটের প্রবীণ ও নবীনে

প্রথম আলো প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১২:৩০

অনগ্রসর সমাজবাদী, তপসিলভুক্ত দলিত বহুজন সমাজ ও মুসলমানদের সঙ্গে জাট বেরাদরির এমন মিলচাল মুজফফরনগর আগে দেখেনি। জাট ও মুসলমানকে এক ঘাটে জল খাওয়ানোর দায়িত্ব অজিত সিংয়ের। প্রার্থী না দিয়ে কংগ্রেসও জানিয়েছে তার সমর্থন। এই জোটবদ্ধতার বিপ্রতীপে একজনই পাহাড়ের মতো খাড়া। একজনই চ্যালেঞ্জার। অদ্বিতীয় নরেন্দ্র মোদি। অজিত সিংয়ের লড়াইও তাঁরই বিরুদ্ধে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও