রোহিঙ্গা শরণার্থীদের বর্ষাকালিন ঝুঁকির কথা ভেবে, অনেকেই আতঙ্কিত, বলেন ড. আইনুন নিশাদ
আমাদের সময়
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১২:৩৫
কেএম নাহিদ : জলবায়ুও পানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এনজিও এবং বিশেষজ্ঞদের মতো আমরাও শংকিত। কারণ বর্ষাকালীন অতিবৃষ্টি, ঝড়-জলোচ্ছাস, ভূমিধসের ঝুঁকিতে রয়েছে লাখ লাখ রোহিঙ্গা। তাদের নিরাপদ বসবাস ও জীবনের নিরাপত্তর বিয়ষটি উপেক্ষিয় নয় তিনি বলেন। টেকনাফের দক্ষিনও কুতুপালং নিচু এলাকা জলোচ্ছাসের ভয় থেকেই যায়। আগাম প্রস্তুতিমূলক যে ব্যবস্থা গ্রহণ …