দৈনিকসিলেটডটকম:জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ ফেঞ্চুগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন মানিক কোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও অত্র প্রতিষ্ঠানের রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সাদিকুর রহমান। স্কাউট আন্দোলন সম্পসারণে অগ্রণী ভূমিকা পালনের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।তিনি গোলাপ গঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের হাওর তলা গ্রামের মোঃ ফজলু মিয়া ও মোছাঃ শাহেনা আক্তার (মেম্বারনি) এর প্রথম পুত্র। তিনি লেখাপড়ার পাশাপাশি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর ঢাকাদক্ষিন মডেল জোন এর মীরগঞ্জ এজেন্সি অফিসে, ইনচার্জ ও ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত।রোভার সাদিকুর রহমান তার এ সাফল্যে রোভার স্কাউট সিলেট জেলা সম্পাদক মো: মবশ্বির আলী স্যার,সহকারী কমিশনার, তোফায়েল আহমদ তুহিন, নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম,এ,মইজ স্যার, আর,এস,এল ছয়ফুল আমিন স্যার,শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রী ভাইবোন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হওয়া তাকে অভিনন্দন জানিয়েছেন রোভার স্কাউট সিলেট বিভাগীয় প্রতিনিধি, হাফিজুর রহমান রাহাদ,জেলা প্রতিনিধি রাহিম উদ্দিন রাহি,এন,এল,আই,কোঃ লিঃ এর জেড আই, আব্দুল মালিক মামুন,সহ বিভিন্ন কলেজের রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট বৃন্দ ও রোভার বৃন্দ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.